ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মূল নকশা শিগগিরই চন্দ্রিমা উদ্যানে প্রতিস্থাপন করা হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

প্রকাশিত : ১৫:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৬

লুই আই কানের মূল নকশা শিগগিরই চন্দ্রিমা উদ্যানে প্রতিস্থাপন করা হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শনিবার দুপুরে রাজধানীর রমনা পার্কে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী আরো জানান, পার্কের সৌন্দর্য্য বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষা করতে ঢেলে সাজানোর বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মন্ত্রী বলেন, আগামী খরা মৌসুমে পার্কের লেক খননের কাজ শুরু হবে। রমনা পার্ক রক্ষার স্বার্থে পহেলা বৈশাখ ছাড়া অন্য কোন অনুষ্ঠান সেখানে করতে দেয়া হবে না বলেও জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি