ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলকেস গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর শাহআলী এলাকার চাঞ্চল্যকর বাসু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোহাম্মদ আলকেসকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার দুপুরে রাজধানীতে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

পালিয়ে থাকা আলকেসকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, রাজধানীর শাহআলী এলাকার চটবাড়ি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালে দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে বাসু মিয়াকে গুলি করে হত্যা করে আসামি মোহাম্মদ আলকেস। এ ঘটনায় নিহতের ভাই চিনু মিয়া ১৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এর তিন মাসের মধ্যে আলকেসসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

পরে তারা জামিনে বের হয়ে এসে অন্যা আসামিরা হাজিরা দিলেও দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছেন আলকেস। জামিনে থাকাকালে এই আসামি আরও দুইজনকে হত্যা করেন।

২০২১ সালের নভেম্বরে আলকেসসহ ৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি