ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুর আগে কি করছিলেন শ্রীদেবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। তাঁর এ মৃত্যু কেবলই অপমৃত্যু না কি, হত্যা সে বিষয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে মৃত্যুর আগে স্বামী বনি কাপুরের সঙ্গে ১৫ মিনিটেরও বেশি সময় কথা হয় শ্রীদেবীর।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে সদ্য স্বদেশ ফেরত স্বামী বনি কাপুরের সঙ্গে বাইরে রাতের খাবার খেতে প্রস্তুতি নিতেই বাথরুমে প্রবেশ করে দেবী। তবে ১৫ মিনিট ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায় বাথরুমের দরজা ভেঙ্গে শ্রীদেবীকে উদ্ধার করে তাঁর স্বামী, এমনই দাবি বনি কাপুরের।

উদ্ধারের পরপরই পুলিশকে খবর দেন বনি কাপর। পুলিশকে বনি কাপুর জানায়, ‘ওইদিন আমি মেয়েকে নিয়ে দেশে ফিরে যায়। মেয়েকে রেখে আবারও দুবাইয়ে ফিরে আসি। কেবল স্ত্রী দেবীকে বিস্মিত করতেই ওইদিন দুবাইয়ে ফিরে আসি। আসার পরপরই শ্রীকে ঘুম থেকে ডেকে তুলি। এরপরই, বলি চলো, আজ বাইরে খেতে যাব, ফ্রেশ হয়ে নাও দ্রুত। এসময় ওর সঙ্গে ১৫ মিনিটের মতো কথা হয়। এরপরই সে বাথরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। তবে দীর্ঘসময় অতিবাহিত হলেও বাথরুম থেকে ফিরে না আসায় বাথরুমের দরজা ভেঙ্গে দেখি সে বাথট্যাবের মধ্যে পড়ে আছে।’

এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফরেনসিক ডিপার্টমেন্টের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীদেবীর রক্তে প্রচুর অ্যালকোহল পাওয়া গেছে। উল্লেখ্য, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছোট মেয়ে খুশি কাপুর ও স্বামী বনি কাপুরকে নিয়ে দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন শ্রীদেবী।

তবে স্বামী ও সন্তান দেশে ফিরে আসলেও রহস্যজনকভাবে দুবাইয়ে থেকে যান গুণী এই অভিনেত্রী। পরে মেয়ে খুশি কাপুরকে দেশে রেখে আবারও দুবাইয়ে পাড়ি দেন বনি কাপুর। এদিকে শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় স্বামী বনি কাপুর আছেন সন্দেহের তালিকায়। তবে, তাঁর মৃত্যু কি কেবলই অপমৃত্যু, হত্যা নাকি অসুস্থতাজনিত মৃত্যু তা জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রসিকিউটর।

সূত্র: খালিজ নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি