মৃত্যুর পর আমার চিতাভস্ম গঙ্গায় ভাসিও না: কঙ্গনা
প্রকাশিত : ১৮:১৬, ২৭ ডিসেম্বর ২০২০
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নানা কারণে আলোচিত। কাউকে পরোয়া করে তিনি কথা বলেন না। তবে এবার ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছেন। রবিবার সকালে তিনি ভক্তদের সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন।
সেটি হলো- ''মেরা রাখ কো গঙ্গা মে মত বহানা/ হর নদী সাগর মে যাকর মিলতি হ্যায় / মুঝে সাগর কি গেহরাই সে ডর লগতা হ্যায়। ম্যায় আসমান ছুঁনা চাহাতি হুঁ / মেরি রাখ কো ইন পাহারো সে বিখের দেনা। যব সূরজ উগে ম্যায় উসে ছুঁ সাকু, যব ম্যায় তনহা হুঁ তো চান্দ সে বাত করু। মেরি রাখ কো উন ক্ষিতেজ পে ছোড় দেনা…''।
এই কবিতাটি কঙ্গনারই লেখা। এবার তিনি লেখিকার ভূমিকায়। কবিতার নাম 'রাখ' অর্থাৎ ছাই। রবিবার পাহাড়ের বুকে বরফের উপর দৌড়ে বেড়ানোর একটি ভিডিয়ো পোস্ট করেছেন কঙ্গনা। যে ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তাঁরই ভয়েস ওভারে শোনা যাচ্ছে এই কবিতাটি। জানিয়েছেন, ''পাহাড়ে চড়ার সময়ই এই কবিতাটির কথা মাথায় এসেছে। যখন মনে হবে শুনবেন।''
তার এই কবিতায় পাহাড়, নদী, চাঁদ, তারা সহ প্রকৃতির কথা উঠে এসেছে। মৃত্যুর পরে নশ্বর শরীরের 'ছাই' হয়ে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। এর আগে 'আসমান' বলে একটি কবিতা লিখেছিলেন কঙ্গনা রানাউত। যেখানে ভালোবাসার কথা, আর প্রকৃতির কথা উঠে এসেছিল।
কঙ্গনার লেখা এই কবিতা মন জয় করেছে তার অনুরাগীদের। প্রসঙ্গত খুব শীঘ্রই 'থালাইভি' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। পাশাপাশি আরও দুটি ছবি 'ধকড়' ও 'তেজস'-এর কাজ শুরু করেছেন এই অভিনেত্রী।
এসি