ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুর মিছিলে বিশ্বের আরও ৯ হাজার মানুষ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী সংক্রমণে বেড়েই চলেছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত একদিনেই যার শিকার প্রায় ৬ হাজার মানুষ। থেমে নেই প্রাণহানিও। নতুন করে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ভাইরাসটিতে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৮৬ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। তবে বরাবরের মতো এদিনও পিছিয়ে রয়েছে সুস্থতার হার। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮১ হাজার ৬০৯ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ৬০৪ জনে। নতুন করে ৮ হাজার ৯২২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৮৫ হাজার ৭৭৮ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৪ লাখ ৬০ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৬০ হাজার ২৯৮ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৬৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৯০ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৯৫ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৩ হাজার ২৬৩ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬০ লাখ ৫৩ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৬ জনের।

চারে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২১ লাখ ২৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৪৮ হাজার ৫১৮ জনের।

পাঁচে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২০ লাখ ৬৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৭৭৮ জন।

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে।   প্রাণহানি ঘটেছে ৪২ হাজার ৬১৯ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৪ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৪ হাজার ৬২৬ জনের। 

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় শুক্রবার (৬ নভেম্বর) থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪৯ হাজার ২৬১ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী। 

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী সোয়া ১০ লাখের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮২৩ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৩৫০ জনের।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি