ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যু ৫, শনাক্তের হার কমে পাঁচের ঘরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত এক দিনে মারা গেছেন ৫ জন। আর শনাক্ত হয়েছেন ১ হাজাার ২৯৮ জন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৫৮ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৬.৭৭ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৩৮ হাজার ১৩৫ জন। মোট শনাক্তের হার ১৪.৫৯ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। মৃতরা সবাই ঢাকা বিভাগের। বাকি সাত বিভাগে গত এক দিনে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি