মেকআপের সরঞ্জাম অনেকদিন ভাল রাখার জন্য কী করবেন?
প্রকাশিত : ১১:৫৮, ১১ নভেম্বর ২০২২
আপনি কি মেকআপ করতে খুবই ভালবাসেন? তাহলে নিঃসন্দেহে মেকআপের সমস্ত সরঞ্জাম আপনার যথেষ্ট প্রিয়। বেশ খরচ করে মাঝে মাঝেই পছন্দ মতো মেকআপের জিনিসপত্র কিনে নেন আপনি। তবে এইসব মেকআপের সরঞ্জাম কিন্তু সঠিক ভাবে যত্ন করে গুছিয়ে রাখা প্রয়োজন। নাহলে অল্প সময়েই তা নষ্ট হয়ে যেতে পারে। অতএব মেকআপের জিনিসপত্র কীভাবে দীর্ঘদিন ভালভাবে রাখবেন সেই সহজ টিপগুলো দেখে নিন।
আবহাওয়া- কোনও মেকআপের জিনিসই প্রচুর আর্দ্রতা যুক্ত জায়গায় রাখা উচিত নয়। একইভাবে প্রবল রোদ মেকআপের সরঞ্জামের জন্য বেশ খারাপ। তাই চরম আবহাওয়ার এলাকা এড়িয়ে চলুন। সাধারণ তাপমাত্রা রয়েছে এমন জায়গায় মেকআপের জিনিসপত্র রাখা প্রয়োজন। আর্দ্র জায়গায় মেকআপের জিনিস রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়ার সঞ্চার হতে পারে। আর অতিরিক্ত তাপমাত্রা তরল জাতীয় মেকআপের সরঞ্জাম নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের উপকরণ ঠান্ডা জায়গায় রাখা প্রয়োজন।
পরিষ্কার পরিচ্ছন্ন- মেকআপ করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করেন। এর পাশাপাশি মেকআপ সঠিক ভাবে ব্লেড করার জন্য ব্যবহার করা হয় মেকআপ স্পঞ্জ। এই সমস্ত জিনিস ভালভাবে পরিষ্কার করে রাখা প্রয়োজন। তাহলেই ওই প্রোডাক্টগুলি টেকসই হবে। মেকআপ ব্রাশ বা মেকআপ স্পঞ্জে পানি কোনওভাবেই থাকা চলবে না।
সাবধানতা- মেকআপের সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। হাত থেকে পড়ে গেলে খুব সহজেই লিপস্টিক বা আইশ্যাডোর বক্স কিংবা অন্যান্য জিনিস ভেঙে যেতে পারে। সঙ্গে সঙ্গেই ওইসব জিনিস নষ্ট হয়ে যাবে। অতএব সাবধানে মেকআপের বিভিন্ন সরঞ্জামের দেখভাল করুন।
এক জায়গায় গুছিয়ে রাখা- মেকআপের জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখা প্রয়োজন। তাহলে দরকারের সময়ে সহজে খুঁজে পাবেন। তবে মেকআপ ব্রাশ রাখার জন্য আলাদা একটা ব্যাগ বা পাউচ রাখা প্রয়োজন। তাহলে মেকআপ ব্রাশগুলো ভাল থাকবে। মেকআপ করার ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে চাইলে সঠিক ভাবে যত্ন করা খুবই প্রয়োজনীয়।
মেকআপ করার ক্ষেত্রে সবসময় ভাল ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন। শুধু তাই নয়, মেকআপ করার আগে ভালভাবে মুখ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। তারপর মেকআপ করতে হবে। আর মেকআপ সঠিক ভাবে তুলে ফেলাও প্রয়োজন। নাহলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতএব মেকআপ তোলার ব্যাপারে সতর্ক থাকুন।
সূত্র: এবিপি আনন্দ
এসবি/