ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মেক্সিকোতে তেল ফেক্টরি বিস্ফোরণে নিহত ৩

প্রকাশিত : ১০:২৬, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৬, ২১ এপ্রিল ২০১৬

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ফেক্টরিতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। স্থানীয় সময় বুধবার দেশটির ভেরাক্রুজ প্রদেশে তেল কোম্পানি ‘পেমেক্সে’র একটি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর জানান, ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। বিষাক্ত গ্যাসের কারণে স্থানীয়রা ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষাক্ত গ্যাসের প্রভাব কমিয়ে আনতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে ২০১৩ সালে একই তেল প্রতিষ্ঠানের সদর দফতরে বিস্ফোরণে ৩৭জনের প্রাণহানি ঘটে। আর ২০১২-এর সেপ্টেম্বরে অপর এক ফ্যাক্টরিতে বিস্ফোরণে মারা যায় ৩৩ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি