ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

মেক্সিকোয় জন্মদিনের অনুষ্ঠানে হামলা, নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১১:১৭, ১৪ জুলাই ২০১৭

মেক্সিকোয় জন্মদিনের অনুষ্ঠানে হামলার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ; ছবি : রয়টার্স

মেক্সিকোয় জন্মদিনের অনুষ্ঠানে হামলার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ; ছবি : রয়টার্স

মেক্সিকোতে জন্মদিনের পার্টিতে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মধ্য হিদালগাও প্রদেশের তিজায়ুকা শহরে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও আলজাজিরার।

জানা গেছে, শহরের একটি আবাসিক এলাকায় বাসার বাইরে তাঁবু টাঙ্গিয়ে এ জন্মদিন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এতে বিস্ফোরণ ঘটায় মুখোশধারী সন্ত্রাসীরা। নিহত ১১জনের মধ্যে ৪জন নারীও আছেন।

পুলিশ জানায়, তারা ৪ শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। কিন্তু অনুষ্ঠানে আসা ১১ জন প্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, মেক্সিকোতে সম্প্রতি মাদক চোরাচালান ও সরবরাহকারী মাফিয়া দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে ২১৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাম্প্রতিক এক প্রবণতা লক্ষ্য করা গেছে, শিশুদেরসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করা।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি