ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকোয় মৃত্যু পৌনে এক লাখ ছুঁয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দিন যত যাচ্ছে করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয়। যেখানে এখন পর্যন্ত প্রায় পৌনে এক লাখ মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। সংক্রমণ হার আগের তুলনায় কিছুটা কমলেও সংখ্যাটা ৭ লাখ পেরিয়েছে। পক্ষান্তরে তেমনটা উন্নতি নেই সুস্থতায়। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১০ হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৬০১ জনের। এ নিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ৭৪ হাজার ৯৪৯ জনে ঠেকেছে। 

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৮৭ শতাংশ। যার সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ১৮৬ জন। 

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ছয় মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌনে এক লাখে দাঁড়িয়েছে। 

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ৭ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ সাড়ে ৬ হাজার, ব্রাজিলে ১ লাখ ৩৯ হাজার ও ভারতে ৯১ হাজারের বেশি। 

বিশ্বে বাংলাদেশ সময় আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জন মানুষ। 

একই সময়ে প্রাণ গেছে আরও ৬ হাজার ৩৩৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯ লাখ ৮১ হাজার ৯৬৮ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৩৬ লাখ ৮০ হাজারের বেশি ভুক্তভোগী। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি