ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে দর্শকের রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপে মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ একটি রেকর্ড গড়েছে। বিশ্বকাপে গত ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক এই ম্যাচ মাঠে বসে দেখেছে। বার্তা সংস্থা এপির তথ্যমতে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮৮ হাজার ৯৬৬ দর্শকদের সামনে খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। যেখানে মেসির দল জিতেছে ২-০ গোলে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি ছিল দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় মেক্সিকোর বিপক্ষে মেসির ম্যাচটি ছিল বাঁচা-মরার। সেই ম্যাচ উপভোগ করতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিল লুসাইল স্টেডিয়ামে।

দোহার উত্তরে অবস্থিত এই লুসাইল স্টেডিয়ামেই আগামী ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক দেখবে এবারের ফাইনাল। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভেতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।

এদিকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয় হাফে মেসি এবং এঞ্জো ফার্নান্দেজের গোলে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ 'সি' এ দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বের বাধা পার করতে হলে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে মেসি-মারিয়াদের। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি