ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মেঘনা পেট্রল পাম্পে বিক্রি হবে ডেল্টা এলপিজির অটো গ্যাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:১০, ২১ সেপ্টেম্বর ২০২১

যানবাহনের জ্বালানি হিসেবে জনপ্রিয় তরল পেট্রলিয়াম গ্যাস- অটোগ্যাসের বাজার বাড়াতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গে কাজ করবে ডেল্টা এলিপজি লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম আর ডেল্টা এলপিজি দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের একটি টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর, ২০২১) বিকালে চট্টগ্রামের আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ-আল-খালেদ এবং ডেল্টা এলপিজি লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রল পাম্প) অটোগ্যাস পাম্প স্থাপন ও সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি লিমিটেড। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে রয়্যালিটি পাবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি