মেজর জেনারেল জয়নুল আবেদীনের নাগরিক শোকসভা কাল
প্রকাশিত : ২০:৩৮, ২১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২১:২২, ২১ জানুয়ারি ২০২০
প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীনের নাগরিক শোক সভা আগামিকাল বুধবার।
নাগরিক কমিটির আয়োজনে তার জন্মস্থান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
নাগরিক স্মরণ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ১৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টানা তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করা প্রয়াত এ চৌকস সেনা কর্মকর্তা।
উল্লেখ্য, মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। ‘বীর বিক্রম’ খেতাব প্রাপ্ত এ সেনা কর্মকর্তা ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। পরিবারে স্ত্রী এবং ২ কন্যা সন্তান রয়েছে।
এআই/এসি