ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাতিল, নতুন এমডি আব্দুর রউফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ২০:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৪

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হলো এম এ এন ছিদ্দিককে। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফকে।

২০১৭ সালের ২৬ অক্টোবর এম এ এন ছিদ্দিককে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তার জায়গায় চলতি দায়িত্ব পাওয়া আবদুর রউফ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক। তিনি এর আগে ডিএমটিসিএলের কোম্পানি সচিব ছিলেন।

আজ সোমবার এম এ এন ছিদ্দিকের নিয়োগ বাতিল ও আবদুর রউফকে চলতি দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন এবং অফিস আদেশ জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি