ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেট্রোরেল চলাচলের সময় বাড়লো ১ ঘণ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২৭ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় মতিঝিলের উদ্দেশে।

এ সিদ্ধান্তে আজ বুধবার (২৭ মার্চ) থেকে কার্যকর বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ১৬তম রমজানের দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। 

দিনে চলবে ১৯৪ বার। পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে মেট্রোরেল চলে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে সাড়ে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

জানানো হয়, রাত ৯টার পর মতিঝিল মেট্রো স্টেশন থেকে যেসব ট্রেন উত্তরা পথে যাবে সেগুলোতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। একক টিকেটের যাত্রীরা এসব ট্রেনে চলতে পারবেন না। কেন না তার আগেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।

মেট্রো রেলের নথি অনুযায়ী, ট্রেন এক ঘণ্টা চলাচলের সময় বাড়ায় দিনে ১৮৪টির পরিবর্তে ১৯৪টি ট্রেন চলাচল করতে পারবে। এতে করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি