ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেডিকেল চেক-আপে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় তার দেশে ফেরার কথা রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এবং মেজর (অব.) খালেদ আখতার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি