ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মেডিক্যালে পা‌সের হার ৫৫.১৩ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৫ এপ্রিল ২০২২

২০২১-২০২২ ‌শিক্ষাব‌র্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হ‌য়ে‌ছে। এবা‌রে পা‌সের হার ৫৫.১৩ শতাংশ। 

মহাখা‌লীর স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের পু‌রনো ভব‌নে স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রী জা‌হিদ মা‌লেক মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এই ফলাফল ঘোষণা ক‌রেন। 

এবার ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন (৫৬ দশমিক ০৯ শতাংশ) এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩ দশমিক ৯১ শতাংশ)।

বিস্তা‌রিত ফলাফল পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১ এপ্রিল)। গত কয়েক বছর ধরে পরীক্ষার ৩ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলেও এ বছর একদিন বিলম্বে ফল প্রকাশিত হয়েছে।

সারা দেশে সরকারি ৩৭টি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিক্যাল আসন সংখ্যা ৬ হাজার ২৮৯ জন। মোট আসন সংখ্যা ১০ হাজার ৬৩৯টি। এবারের ভর্তি পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে।

এবারের এমবিবিএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, খুলনা মেডিক্যালে পরীক্ষা দেওয়া সুমাইয়া মুসলিম মিম। তিনি ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৯২.৫ নম্বর। আর ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১.৫। মোট পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। ছেলে শিক্ষার্থী ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩.৯১) এবং নারী শিক্ষার্থী ৪৪ হাজার ৫০৪ জন (৫৬.০৯)। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি