ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

মেলবোর্নে পথচারীর উপর গাড়ি তুলে দেওয়ায় আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২১ ডিসেম্বর ২০১৭

ব্যস্ত সড়কে পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলা জঙ্গি হামলার একটি অংশ। স্থানীয় সময় বিকাল ৪.৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের ব্যস্ত সড়ক ফ্লিনডার্স স্ট্রিটে চালক গাড়ি চালাচ্ছিলেন। তবে হঠাৎ করে ওই চালক গাড়িটি পথচারীদের উপর তুলে দেন। এতে ১৩ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে একশিশুর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ভিক্টোরিয়া পুলিশের এক কর্মকর্তা।

এদিকে ঘটনার পরপরই লোকজনকে এলকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই দুই লোককে আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে এক প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি রেডিও ৩এডব্লিউকে জানান, ঘটনাটি ঘটতে মাত্র ১৫মিনিট সময় লেগেছে। এরপরই মানুষ এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে।

সূত্র: বিবিসি

এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি