ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মেলায় ছোটদের জন্য সাবিত সারওয়ারের ‘মেছোভূতের কান্না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শিশুদের জন্য সাবিত সারওয়ারের নতুন বই ‘মেছোভূতের কান্না’ মেলায় এসেছে। গতানুগতিক ভূতের গল্পের বাইরে বাস্তব কাহিনি অবলম্বনে লেখা এই বইটি। তবে, বয়ানের ভাঁজে ভাঁজে লেখকের কল্পনার রঙ গল্পগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বইটিতে মোট ৯টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে, যা শিশুকিশোরদের মনন ও বিনোদনের মেলবন্ধন ঘটাতে চেষ্টা করেছে। প্রতিটি গল্পে শিশুমনের কল্পনা ও কৌতুহলকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষণীয় বিষয়ের ওপরও নজর দেওয়া হয়েছে, যাতে শিশুরা মানবিক হতে শেখে এবং সম্প্রীতি ও সহনশীলতার চর্চা নিয়ে বেড়ে ওঠে।

‘মেছোভূতের কান্না’ নামের গল্পটিতে গ্রামীণ পটভূমিতে দুই বন্ধু দবির ও মতির মাছ ধরতে যাওয়া এবং মেছোভূতের মুখোমুখি হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে। এছাড়াও, ‘কালরাতে ফুলপরি এসেছিল’, ‘দুষ্টু ইঁদুরের কাণ্ড’, ‘একজন বাবার অভাবে’ এবং ‘থ্যাংক ইউ মিস’ সহ আরও অনেক চমৎকার গল্প রয়েছে বইটিতে।

৪ রঙের প্রচ্ছদে প্রকাশিত বইটি প্রকাশ করেছে পুথিনিলয় প্রকাশনী। মেলার ১৬ নম্বর প্যাভিলিয়নসহ দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাবে।

বইটি কেবল বিনোদনই দেয় না, বরং শিশুকিশোরদের মানসিক বিকাশেও সহায়তা করে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি