ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেসিকে আড়াই লাখ ইউরো জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৯ জুলাই ২০১৭

কর ফাঁকির মামলায় আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসিকে দুই লাখ ৫২ হাজার ইউরো জরিমানা করেছে স্পেনের আদালততাকে দেয়া ২১ মাসের কারাদণ্ড স্থগিত করে নিয়ে এ জরিমানা করে আদালত।

২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ইমেজ স্বত্ব থেকে আয় করা ৪১ লাখ ইউরো কর ফাঁকির দায়ে গত বছর জুলাইয়ে মেসি ও তার বাবা হোর্হেকে কারাদণ্ড দেয় স্পেন আদালত।

শুক্রবার আদালত জানিয়েছে, প্রতি দিন ৪০০ ইউরো হিসেবে মোট দুই লাখ ৫২ হাজার ইউরো জরিমানা দিতে হবে মেসিকে। মেসির বাবা হোর্হেকেও ১৫ মাসের কারাদণ্ডের শাস্তির পরিবর্তে এক লাখ ৮০ হাজার ইউরো জরিমানা দিতে হবে বলে জানায় আদালত।

স্পেনের আইন অনুযায়ী, সহিংস অপরাধ না করলে সাধারণত দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।

গত মাসে সংবাদ সংস্থা ইএফই জানিয়েছিল, মেসির কারাদণ্ডের শাস্তি জরিমানার বদলে তুলে নিতে রাজি হয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি। শুক্রবার আদালতে রায়ে সেটাই চূড়ান্ত হলো।

২০১৩ সালের অগাস্টে মেসি ও তার বাবা ফাঁকি দেওয়া কর ও সুদের সমপরিমাণ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।

//আর//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি