ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসিকে ছুঁয়ে ফেললেন ভারতের ছেত্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ১১ জুন ২০১৮

এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ভারতের সুনীল ছেত্রি। অবিশ্বাস্য হলেও সত্য জাতীয় দলের জার্সি গায়ে মেসির করা ৬৪ গোলের রেকর্ড স্পর্শ করলেন ভারত জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সুনীল ছেত্রি। শুধু তাই নয়, তালিকায় শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও ছুঁয়ে ফেলবেন ছেত্রি।

ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে দুটি গোল করে ভারতকে কাপ জিতিয়ে দিলেন সুনীল ছেত্রী। একইসঙ্গে ১০২টি ম্যাচ খেলে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসির রেকর্ডকেও। জানা গেছে, জাতীয় দলের জার্সি গায়ে মেসি ও ছেত্রি দুজনেরই ৬৪টি করে গোল রয়েছে। অন্যদিকে ৮১ গোল করে তালিকার শীর্ষে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মেসি আর ছেত্রির গোল সংখ্যা সমান হলেও মেসি অনেক বেশি ম্যাচ খেলেছেন সুনীলের চেয়ে। বেশি করে ম্যাচ খেলতে পারলে খুব শিগগিরই মেসিকে ছাড়িয়ে যাবে ছেত্রি। এদিকে তৃতীয় স্থানে রয়েছে স্পেনের ডেভিড ভিয়া(৫৯টি গোল), ক্লিন্ট ডেম্পসে (৫৭টি গোল), ল্যান্ডন ডোনোভান (৫৭টি গোল)।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি