ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

মেসিকে নিষিদ্ধ করা উচিত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১ মার্চ ২০১৮

আধুনিক ফুটবলের রাজপুত্র বলা হয় লিওনেল মেসিকে। বিশ্বের সকল ফুটবলারের জন্যই এক অনুকরণীয় আদর্শ আর্জেন্টাইন এই তারকা। তাই তো বিশ্বের প্রায়ই সকল ফুটবলবোদ্ধা এবং খেলোয়াড় মেসির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই ফুটবল রাজপুত্রকে নাকি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত! 

ইরান ফুটবল দলের কোচ কার্লোস কুইরোজ নিছক মজা করেই এই কথাটি বলেছেন।

সাবেক এই পর্তুগিজ কোচ মেসির প্রশংসায় বলেন, “ফিফার উচিত মেসিকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা। যতক্ষণ পর্যন্ত তিনি নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করতে না পারবেন, ফিফার উচিত তাঁকে বিশ্বকাপ খেলতে না দেওয়া।”  ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, ‘আমি সব সময়ই বলি মেসি একজন অতি মানবীয় খেলোয়াড়। তিনি এই গ্রহের নন। তিনি মানুষ হলে ফুটবলে এমন জাদু দেখাতে পারতেন না।’

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি