ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মেসির অভিষেক ম্যাচে টিকিটের আকাশছোঁয়া দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১৮ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট।

বড় ধরণের আয়োজনে মেসিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। সব ধরনের আনুষ্ঠানিকতার পর এবার মেসিকে মাঠে দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা। 

২২ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামবেন মেসি। তার অভিষেক ম্যাচে ভিআইপি টিকিটের দাম ধরা হয়েছে এক লাখ দশ হাজার ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। স্বাভাবিক সময়ে মায়ামির যে কোনো ম্যাচের চেয়ে ৯০০ শতাংশ বেশি।

এই ম্যাচের টিকেটের ন্যূনতম মূল্য এখন ৪৮৭ ডলার। বাংলাদেশি টাকায় যা ৫৩ হাজার টাকা।

টিকিটের এইরকম উচ্চমূল্যও ভক্তদের উৎসাহ কমাতে পারেনি। আমেরিকার ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মেসির প্রথম ম্যাচ দেখতে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি