ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসির কুশপুত্তলিকা পোড়ানোর আহ্বান: নিষিদ্ধ রাজোব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৫ আগস্ট ২০১৮

ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রাইল রাজোবকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির কুশপুত্তলিকা পোড়ানোর আহ্বান জানানোয় তাকে নিষিদ্ধ করেছে সংস্থাটি।

ইসরায়েলের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে ওই প্রীতি ম্যাচটি যাতে আর্জেন্টিনার ফুটবলারেরা না খেলেন সে জন্যই এই ডাক দিয়েছিলেন রাজোব। পরে অবশ্য মানবিক দিক বিবেচনায় আর্জেন্টিনা ম্যাচটি বাতিল করে।

গত শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, রাজোবের এই ডাক ছিল সহিংসতা ও ঘৃণার ফসল, যা আন্তর্জাতিক ফুটবল পাড়ায় অগ্রহণযোগ্য। বিবৃতিতে আরও বলা হয়, ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হচ্ছে রাজোবকে। এই সময়ের মধ্যে তিনি ফুটবলের কোনো শাখায় অংশগ্রহণ করতে পারবেন না।

এদিকে নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ২০ হাজার ডলার জরিমানা করা করা হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি