ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মেসির জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৪১, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৪ জুন ২০১৬

লিওনেল মেসি যাকে সবাই চিনেন ফুটবলের জাদুকর হিসেবে। বিশ্বের সর্বকালের সর্বসেরা খেল্ধোসঢ়;য়াড়দের শীর্ষের তালিকায় রয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১৯৮৭ সালে আজকের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রন করেন তিনি। পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। তবে, সহকর্মীরা মেসি নামেই ডাকেন তাকে। ফিফা রেঙ্কিংয়ে এক নম্বরে থাকা আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্বপালন করছেন তিনি। আর স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলছেন মেসি। মাত্র চার বছর বয়স থেকেই বাবার কাছ থেকে ফুটবলের কৌশল শেখেন তিনি। আর তের বছর বয়সে খেলেন বার্সেলোনার যুব দলে। এরআগে ১৯৯৪ সালে যোগ দেন নিউওয়েল্ধসঢ়;স ওল্ড বয়েস ক্লাবে। ২০০৪ সাল থেকে খেলে যাচ্ছেন বার্সেলোনার জার্সিতে। বার্সার হয়ে এপর্যন্ত ৩৪৮টি ম্যাচ খেলে গোল করেছেন ৩১২টি। ২০০৮ সালে ২২বছর বয়সে জেতেন ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষ সেরা খেলোয়ারের শিরোপা। ২০১৪ সালে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার সুনামটাও তাঁরই । ২০০৪ সালে আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ দলে ১৮টি ম্যাচ খেলে গোল করেন ১৪টি। এরপর ২০০৮ সালে খেলেন আর্জেন্টিনা অনুর্ধ্ব-২৩ দলে। ২০০৫ সাল থেকে খেলে যাচ্ছেন আর্জেন্টিনার জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ১১২টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৫টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি