ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

মেসির জোড়া রেকর্ডের দিনে বার্সার বড় জয়

প্রকাশিত : ১০:৪৩, ১৮ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৪০, ১৮ মার্চ ২০১৯

আগের দেখায় জোড়া গোল করেও বার্সেলোনার হার এড়াতে পারেননি লিওনেল মেসি। এই ফরোয়ার্ড এবার করলেন হ্যাটট্রিক। লুইস সুয়ারেস নিজেও করলেন এক গোল। দুই তারকার নৈপুণ্যে রিয়াল বেতিসকে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল এরনেস্তো ভালভেরদের দল। সেইসঙ্গে একটি নতুন রেকর্ড গড়লেন মেসি৷ ছুঁলেন আরও একটি ক্লাব রেকর্ড৷

রোববার রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। গত নভেম্বরে দুই দলের সবশেষ দেখায় কাম্প নউয়ে ৩-৪ গোলে বেতিসের কাছে হেরেছিল শিরোপাধারীরা। এবার মধুর প্রতিশোধ নিল বার্সা।

প্রতিপক্ষের মাঠে নামার মুহূর্তে মেসি বার্সেলোনার সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন৷ বার্সার জার্সিতে এটি তার ৬৭৪ নম্বর ম্যাচে৷ এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি ইনিয়েস্তাকে৷ মেসির মতো তিনিও বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন৷ সামনে শুধু জাভি৷ যিনি বার্সার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন৷

ম্যাচের শেষে মেসি ভেঙে দেন জাভির অন্য একটি রেকর্ড৷ বার্সেলোনার হয়ে মেসির এটি ৪৭৭ নম্বর ম্যাচ জয়৷ ক্লাবের জার্সিতে জাভি জিতেছেন ৪৭৬টি ম্যাচ৷ এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইনিয়েস্তা৷ তিনি বার্সেলোনার হয়ে ৪৫৯টি ম্যাচ জিতেছেন৷

আর লা লিগার এই ম্যাচ দিয়ে মেসি করেন ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক। রিয়াল বেটিসের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ৪১২৷ এটিও একটি নতুন রেকর্ড৷ জিমি ম্যাকগ্রোরি ১৯২২-১৯৩৭ পর্যন্ত স্কটিশ লিগে ৪১০টি গোল করেন৷ ১৯০৫-১৯২৮ পর্যন্ত ইমরে স্লোসার হাঙ্গেরিয়ান লিগে ৪১১টি গোল করেন৷২০০৪-২০১৯ পর্যন্ত সময়ে স্প্যানিশ লিগে গোল করার নিরিখে মেসি স্থাপণ করেন অনবদ্য মাইলস্টোন৷

তবে একা মেসি নন, এই ম্যাচে মাইলস্টোন ছুঁয়েছেন সুয়ারেসও৷ রিয়াল বেটিসের জালে বল জড়িয়ে সুয়ারেজ ছুঁয়ে ফেলেন দিয়েগো ফোরনালকে৷ লা লিগায় কোনও উরুগুয়েন তারকার সর্বোচ্চ গোল করার নজির এখন এই দু’জনেরই৷

বেতিসের মাঠে ম্যাচের ১৮তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন মেসি৷ প্রথমার্ধের যোগ করা সময়ে সুয়ারেসের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন মেসি৷

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩তম মিনিটে পিকের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন সুয়ারেস৷

এর পর ম্যাচের ৮২তম মিনিটে লরেন গোল করে বেতিসের ব্যবধান কমিয়ে ৩-১ করেন৷ কিন্তু এর ৩ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ইভান রাকিতিচের কাছ থেকে বল পেয়ে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জার খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে পোস্টের বাধায় চতু্র্থ গোল পাননি মেসি।

এ জয়ে ২৮ ম্যাচে ২০ জয় আর দুই ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো দাঁড়িয়ে ৫৬ পয়েন্টে৷ তৃতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট৷

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি