ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেসির ভাই মাতিয়াসের নৌকায় রক্তাক্ত অস্ত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:০৮, ৪ ডিসেম্বর ২০১৭

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বড় ভাই মাতিয়াসের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ উঠেছে। এজন্য তিনি পুলিশের নজরদারিতে আছেন।

নিজ বাড়ির কাছেই একটি ফিশিং ক্লাবে দুর্ঘটনায় আহত হন মাতিয়াস। মাতিয়াসের নৌকায় একটি রক্তাক্ত অস্ত্র পাওয়া গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে এই আর্জেন্টাইন তারকা ফুটবলারের বড় ভাইয়ের।

অবশ্য মাতিয়াসের আইনজীবীর দাবি, যে অস্ত্র পাওয়া গেছে সেটা মাতিয়াসের নয়। আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদমাধ্যম রক্তের দাগসহ ইঞ্জিনচালিত নৌকার ছবি প্রকাশ করেছে। মাতিয়াসের বাড়ি থেকে ২০ মিনিট গাড়ি চালিয়ে যাওয়া যায় এই ফিশিং ক্লাবে। এই অভিযোগ অস্বীকার করেছেন মাতিয়াসের পরিবারও।

 

সূত্র : ডেইলি মেইল

/এমআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি