ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

মেসির ৬০০ গোলের রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৩, ৫ মার্চ ২০১৮

বর্তমান বিশ্বে ক্রিকেট বিশ্বে ঈশ্বর একজনই শচীন টেন্ডুলকার। আর ফুটবলে দ্বৈরতা রয়েছে যুগযু ধরে। পেলে-ম্যারাডোনার যুগ দিয়ে শুরু এখনো চলছে মেসি-রোনালদো এবং নেইমারের মধ্যে। তবে যেই যাই বলুক পারফরমেন্স আর গোলের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন এ ফুটবলার।

গতকালের ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার কাছাকাছি। আর নিজে করেছেন ৬ সেঞ্চুরিয়ান। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে লিওনেল মেসির এখন গোলের সংখ্যা ৬০০। আর কেবল লা লিগায় এবারের আসরে তার গোলের সংখ্যা ১৫টির বেশি।

রোববার লা লিগার লড়াইয়ে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ। এদিন শুরু থেকেই নিজেদের আধিপত্য রেখে খেলা শুরু করেছিলো ক্যাতালান দলটি। ম্যাচের ৫ মিনিটেই ইনিয়েস্তার শটে প্রথম কর্নার পায় বার্সা। অবশ্য তা থেকে কোন গোল আদায় করতে পারেনি ইনিয়েস্তারা। ২০ মিনিটে নিজের প্রথম শট মারেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন গোলকিপার ওবলাক। তবে এর এক মিনিট পরই বার্সার জাল লক্ষ্য করে প্রথম শট নেয় অ্যাটলেতিকো। এর থেকে প্রমানিত বার্সার আক্রমণের ভার কতটা বেশি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েনি বার্সাকে ২৬ মিনিটে নিজের বিশ্বমানের ফ্রিকিকে গোল করে বার্সেলোনাকে নিয়ে যান একেবারে শিরোপার কাছাকাছি।

এদিকে প্রথমার্ধে বার্সা এগিয়ে গেলে খেলার ধার বাড়ায় অ্যাতলেটিকে। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলতে থাকে সাবেক এ বিশ্বচ্যাম্পিয়নরা। বারবার আক্রমণে গেলেও বার্সার রক্ষণের কাছে পরাস্ত অ্যাতলেটিকো। তবে অ্যাতলোটিকোর আক্রমণের মধ্যেই আবারও তাদের দিকে আক্রমণে যান সুয়ারেজ। পরে ৭৬ মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করে সুয়ারেজ। তবে ওই গোলটি বাতিল হওয়ায় শেষ পর্যন্ত ১-০ গোল জিতে শিরোপা দৌঁড়ে কাছাকাছি চলে এসেছেন বার্সা।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট হলো বার্সার। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেতিকোর ৬১।

সূত্র: গোল ডট কম
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি