ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসি-এমবাপে-নেইমার ঝলকে পিএসজির বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৬ অক্টোবর ২০২২

একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। এই তিন তারকার ঝলকে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেল ম্যাকাবি হাইফা। এমন জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল পিএসজি।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে  ‘এইচ’ গ্রুপের ম্যাচে হাইফাকে ৭-২ গোলে হারায় ক্রিস্তফ গালতিয়ের দল। পিএসজির জয়ে জোড়া গোলের আলো ছড়ান মেসি ও এমবাপে। একবার করে জালের দেখা পান নেইমার ও কার্লোস সোলের। আর দুই অর্ধে মাত্র দুই গোল শোধ করতে পারে হাইফা।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের তখন ১৯ মিনিট। কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করে ফেললেন আর্জেন্টাইন জাদুকর। ৩২তম মিনিটের মাথায় হাইফার জালে বল পাঠান এমবাপে। 

এমবাপে গোল করার তিন মিনিট পর ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারও গোল পান, যেখানে সহায়তা করেন লিওনেল মেসি। ৩৮ত, মিনিটের সময় ব্যবধান ৩-১ করে হাইফা।  হেডে গোল করেন আবদুলায়ে সেক।

বিরতির ঠিক আগে আর্জেন্টাইন তারকা আরও একবার জালের দেখা পান। এবার অ্যাসিস্টদাতার খাতায় নাম লেখান ফরাসি সুপারস্টার এমবাপে। 

পিএসজি ও জাতীয় দল মিলিয়ে এ নিয়ে সবশেষ ৯ ম্যাচে ১১ গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিরতি থেকে ফিরে এসে ব্যবধান কমায় হাইফা। পঞ্চম মিনিটে কর্নারের পর দূরের পোস্টে থাকা সেক হেডে জানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করেন। পিএসজি অফসাইডের দাবি তুললেও লাভ হয়নি।

এরপর ৬৪ থেকে ৬৭ এই তিন মিনিটে হাইফার জালে আরও দুই গোল। যার একটি আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে করেন এমবাপে, অন্যটি হয় হাইফার খেলোয়াড়দের নিজেদের ভুলে। 

৭৬তম মিনিটে হ্যাটট্রিকের আনন্দে ডানা মেলতে পারতেন মেসি। কিন্তু একটু দুরূহ কোণ থেকে তার নেওয়া শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। 

তবে ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে মেসির অ্যাসিস্টে শেষ গোলটি করেন কার্লোস সোলার।

এ জয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট পেয়েছে পিএসজি। 

গ্রুপের শেষ রাউন্ডে আগামী বুধবার জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি