মেসি-সুয়ারেসের গোলে বার্সার জয়
প্রকাশিত : ২০:১৩, ১১ ডিসেম্বর ২০১৭
বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা না পেলেও মাঠের লড়াইয়ে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন মেসি।ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে একটি গোল করে মেসি বসে গেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে। সঙ্গে গোল করলেন সুরায়েজ। রোববার রাতে লা লিগায় দ্বিতীয়ার্ধে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলেও মেসি-সুয়ারেজের গোলে বার্সেলোনা পেয়েছে ২-০ গোলের সহজ জয়।
আগের দিন নিজ নিজ ম্যাচে জিতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছিল রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে এরনেস্তো ভালভেরদের দল। গত দুই রাউন্ডে ভালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সেল্তা ভিগোর সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল ভালভেরদের দল।
এই নিয়ে এবারের লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। সুয়ারেসের গোল সাতটি।
ভিলারিয়ালের বিপক্ষে এই জয় দিয়ে লা লিগার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৯। ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভালেন্সিয়া।
একে//