মেহনতি মানুষের মুক্তি আর অধিকার আদায়ে আপোসহীন ছিলেন বঙ্গবন্ধু
প্রকাশিত : ০৯:৪২, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪২, ২ আগস্ট ২০১৬
আগস্ট বাঙালীর জীবনে এসেছিল অমানিশার অন্ধকার হয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দেশ পিছিয়েছে অনেক। তবে তার সংগ্রামী জীবন বাঙালীর অনুপ্রেরণার উৎস, ঘুরে দাঁড়ানোর সাহস। তিনিই জাতিকে দিয়ে গেছেন পাহাড়সম প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার দিক্ষা।
বার বার মৃত্যুর মুখে দাঁড়িয়েও মেহনতি মানুষের মুক্তি আর অধিকার আদায়ে আপোসহীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির জনককে হত্যা করা হলেও তিনিই স্বাধীনতাকামি মানুষের মুক্তির দিশারী।
তবে ৭৫ পরবর্তী সময়ে দেশ পিছিয়েছে অনেক, হেটেছে পেছনের দিকে। অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করলেও জাতি এগিয়েছে বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই।
সম্প্রতি যে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনাই, ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ বলে মনে করেন বিশিষ্টজনেরা।
তবে লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুর দেখানো পথই অনুসরণ করতে করতে হবে, হতে হবে আপোষহীন, এমনটাই মনে করেন তারা।
আরও পড়ুন