ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে বৃক্ষ মেলা শুরু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

"বৃক্ষ দিয়ে সাজাই দেশ", "সমৃদ্ধ করি বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সমনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ।

এ উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মোঃ প্রশাসক শামীম হাসান, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ (কুষ্টিয়া), মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দার সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী গণ।

সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা মোঃ প্রশাসক শামীম হাসান। মেলায়  ১৭ টি স্টল স্থাপন করা হয়েছে।

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি