মেহেরপুরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার
প্রকাশিত : ১২:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের কথা থাকলেও মেহেরপুরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এ কারণে দিবসটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধারনাও কম। এদিকে প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।
নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের সরকারি নির্দেশনা রয়েছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু মেহেরপুরের ১৩২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪২টির মধ্যে শহীদ মিনার রয়েছে ৮৪টিতে, ২৪টি মাদ্রাসায় তিনটি ও ১৫টি কলেজের মাত্র পাঁচটিতে আছে শহীদ মিনার। বাকি ১২১টি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই।
ফলে ভাষার জন্য জীবন উৎসর্গকারী মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা। একইসঙ্গে অজানা থেকে যাচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসও।
নিজ অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করা কঠিন মন্তব্য করে সরকারের কাছে কিছু বরাদ্দের দাবি শিক্ষকদের। ভাষা আন্দোলনের তাৎপর্য ও গৌরবের ইতিহাস জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ার দাবি মেহেরপুরবাসীর।
এসএইচ/