মেয়র আতিকুলের শ্বশুরের মৃত্যু
প্রকাশিত : ১১:৪২, ২৭ সেপ্টেম্বর ২০১৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।
শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন