ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মেয়র আনিসুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ১৯ ডিসেম্বর ২০১৭

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণ সভা রাজধানীর বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এই স্মরণ সভার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেস্কিমকো গ্রুপের পরিচালক সালমান এফ রহমান, বিটিএমই-এর সভাপতি তপন চৌধুরী, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, বিজিএমইএ-এর সাবেক সভাপতি আবদুস সালাম মোর্শেদী, সাবেক সভাপতি আতিকুর রহমান, সাবেক সভাপতি এসএম ফজলুল হক, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান প্রমুখ।

সভায় আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেন, ‘আনিসের শূন্যতা আমাদের শূন্য করে দিয়েছে। শিগগিরই আনিসুল ফাউন্ডেশনের পক্ষ থেকে তার স্মরণে শিক্ষা-সংস্কৃতি এবং উদ্যেক্তা সৃষ্টিতে বৃত্তি দেওয়া হবে। আনিসকে দেশ সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।`

সালমান এফ রহমান বলেন, ‘আনিস যেখানে যেতেন সেখানটাই আলোকিত হয়ে যেত। তার ব্যক্তিত্ব অত্যন্ত নিখুঁত ছিলো। আনিস দেখিয়ে গেছে, কীভাবে সফল হতে হয়। তার প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা ছিল বলে তাকে নগর সেবার দায়িত্ব দিয়েছিলেন। অতি অল্প সময়ে আনিস দেখিয়ে গেছে, কীভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।`

অন্যান্য বক্তারা বলেন, আনিস ভাই নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন, যাকে নিয়ে গবেষণা হতে পারে। তিনি আচরণ দিয়ে মানুষের মন জয় করে নিতে পারতেন। সব শ্রেণির মানুষের কাছে তিনি সমান জনপ্রিয়। এটা খুব কম মানুষের ভাগ্যে জুটে। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। তিনি চলে গেছেন, কিন্তু সবার হৃদয়ের মণিকোঠায় রয়ে গেছেন- এটা একজন নেতার বড় গুণ।

 

কে আই/ডিডি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি