ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গাজীপুর সিটি নির্বাচন

মেয়র পদে ১০ জনের মনোনয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ১২ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯টি কাউন্সিলর পদের জন্য ৮৭ জন ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থীসহ মোট ৩৯১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সব দলের প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের শেষদিন হওয়ায় আজ সকাল থেকেই প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকরা কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে আসেন। এ সময় প্রার্থীদের ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে তাদের কর্মী-সমর্থকরা শোডাউন করে। প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুরো শহর সরগরম হয়ে উঠে। সৃষ্টি হয় তীব্র যানজট।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সর্ব মোট ৩৯১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারসহ মেয়র পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট  পার্টির কাজী মো. রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিন, মো. সানাউল্লাহ মিয়া ও ফরিদ আহমেদ। বৃহস্পতিবার মেয়র পদের নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর আগে গতকাল বুধবার জাসদ মনোনীত প্রার্থী রাশেদুল হাসান রানা তার মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯টি কাউন্সিলর পদের জন্য ৮৭ জন প্রার্থী, ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি