মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে বিআরটিএকে নির্দেশ
প্রকাশিত : ১২:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:১৫, ২২ ফেব্রুয়ারি ২০১৯
গণপরিবহনে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়ে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যেয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিলিন্ডার যখন এতো বিপদজনক ঘটনার সূত্রপাত ঘটাচ্ছে তখন এগুলো ব্যবহার না করাই ভালো। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে সিলিন্ডার না ব্যবহারের বিষয়ে কথা বলেছেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন,সিলিন্ডার বন্ধ করার ব্যপারে আমি আমাদের সচিবকে পরামর্শ দিয়েছি। আমার মনে হয় এটা অচিরেই একটা ব্যবস্থা নেবেন। গাড়িতে গ্যাস সিলিন্ডারের বিকল্প হিসেবে কি ব্যবহার করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে সড়ক পরিবহন সচিবকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি- অবৈধ কেমিক্যাল গুদাম এবং রাসায়নিক বিক্রি করে এমন দোকান চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার। ওবায়দুল কাদের বলেন, যারা রাসায়নিক গুদাম বন্ধে বা সরানোর দায়িত্বে ছিলেন, নিশ্চিত তাদের অবহেলা ছিল। আমি মনে করি, তাদেরও জবাবদিহির প্রয়োজন আছে। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম বন্ধে সরকার কঠোর হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এসব ঘটনা শুধু আইন দিয়ে বন্ধ করা যাবে না। একই সঙ্গে সচেতন মহল ও এলাকাবাসীকেও এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেতুমন্ত্রী বলেন, আমি ইতিমধ্যে আমার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বলেছি-সিলিন্ডার গ্যাস ব্যবহার বন্ধ করে কীভাবে বিকল্প উপায় করা যায়। কারণ সিলিন্ডার বিস্ফোরণে ব্যাপক প্রাণহানিসহ ক্ষতি হচ্ছে।
টিআর/
আরও পড়ুন