ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিজিএমইএ

মেয়াদ শেষ হলেও হচ্ছে না নির্বাচন

প্রকাশিত : ১৩:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১০, ১ ফেব্রুয়ারি ২০১৮

তফসিল ঘোষণার প্রায় দেড় মাস পর শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন বাতিল করা হয়েছে। পোষাক মালিকদের সর্বোচ্চ এ সংগঠনের বর্তমান নেতাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নেয়।

আজ বৃহস্পতিবার বিবিএমইএর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ঘোষণায় নির্বাচন বাতিলের কথা জানিয়েছে সংগঠনটি।

জানা গেছে, বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নতুন বছরটিকে নির্বাচনী বছর উল্লেখ করে এ খাতে যাতে কোন ক্ষতি না হয়, সেজন্য কমিটির মেয়াদ বাড়ানোর আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এরই প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি বিজিএমইএকে দেওয়া এক চিঠির মাধ্যমে আবেদন মঞ্চুরের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের বরাত দিয়ে বিজিএমইএর ঘোষণায় বলা হয়েছে, বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে এক বছর পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিজিএমইএ নতুন মেয়াদের নির্বাচন কার্যক্রম বাতিল করা হলো।

গত ১৮ ডিসেম্বর ২০১৭-১৮ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করে বিজিএমইএ। তফসিল অনুযায়ী, ৭ মার্চ বিজিএমইএ’র ৩৫টি পরিচালক পদে নির্বাচন ও পরে ১৫ মার্চ নির্বাচিত পরিচালকরা একজন সভাপতি এবং সাতজন সহসভাপতি নির্বাচন করার কথা ছিল। কিন্তু গত ২৮ জানুয়ারি বিজিএমইএর বর্তমান পর্ষদ তাদের মেয়াদ বৃদ্ধির আবেদন করে। 

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বিজিএমইএর সংঘবিধির প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে পরিচালনা পর্ষদের মেয়াদ বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ৮ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে এক বছর সময় নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো। উক্ত সময়ের মধ্যে বিজিএমইএর নির্বাচন সম্পন্ন করে এ মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করতে হবে।

মেয়াদ বাড়ানোর কারণ জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, উত্তরায় বিজিএমইএর নতুন ভবন নির্মাণ, নতুন মজুরি বোর্ড গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী এক বছর পোশাক খাতের জন্য কঠিন সময়। বিষয়টি অনুধাবন করে পোশাক শিল্পের বড় ব্যবসায়ীরা বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করেছেন। সরকারও সে অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছে।

সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে কারখানা মালিকদের দুটি প্লাটফর্ম থেকে নেতৃত্ব নির্বাচন করে আসছিল বিজিএমইএ। সর্বশেষ ২০১৫ নির্বাচনের ক্ষণে দুই পক্ষ সমঝোতা করে সম্মিলিত পরিষদের প্রার্থী সিদ্দিকুর রহমানকে বিজিএমইএর সভাপতি করে।

বর্তমান কমিটির বর্ধিত সময় শেষ হওয়ার পর নির্বাচনী তফসির ঘোষনা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। তার একদিন আগেই নির্বাচন বাতিলের চিঠি দেয় মন্ত্রণালয়।

আরকে// এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি