ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েকে নিপীড়ন করে ৯৯৯ এ ফোন বাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নিজ মেয়েকে নিপীড়নের অভিযোগে মোঃ আব্দুর রহমান খাঁ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি ৯৯৯ এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে অবহিত করেন। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে ভিকটিমের নানীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামি ৯৯৯ এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে জানিয়েছে। পরে ভুক্তভোগীর নানীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন। গত জানুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখ ওই বাসায় বাবা গভীর রাতে ২ বার ধর্ষণ করেন তার মেয়েকে।

মোহাম্মদ মহসীন বলেন, ঘটনা জানাজানি হলে রহমান খাঁ ৯৯৯ এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে তাকে আজ মিরপুর থানায় পাঠানো হলে ভুক্তভোগীর নানী অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়।

আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি