ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েকে বড় করতে স্বামীর প্রয়োজন নেই জুহির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নতুন বছর শুরু হতে না হতেই আবারও বিচ্ছেদের খবর। এবার স্বামীর ঘর ছাড়ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমার। অভিনেতা শচিন শ্রফের সঙ্গে এক ছাদের নীচে আর থাকতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জুহি। সে অনুযায়ী আদালতের দ্বারস্থও হয়েছেন তাঁরা।

শচিন শ্রফ এ বিষয়ে মুখ না খুললেও ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খুলেছেন টেলিভিশনের ‘কুমকুম’। তিনি বলেন, শচিনের মেয়ে সামাইরার কাছে বাবার অনুপস্থিতি নতুন কোনও বিষয় নয়। এমন অনেক দিন গিয়েছে, যখন সামাইরা বাড়িতে বাবার দেখা পায়নি। সেই কারণে, শচিনের সঙ্গে তাঁর বিচ্ছেদ তেমন কোনও প্রভাব সামাইরার উপর পড়বে না বলেও মন্তব্য করেন জুহি।

তিনি আরও বলেন, সামাইরাকে ‘ক্ষতিকর’ পরিবেশ থেকে বের করতে হবে। অনেকদিন ধরেই এমন সিদ্ধান্ত নিতে চাইছিলেন তাঁরা দু’জনেই। সামাইরা বড় হচ্ছে, সেই কারণে ঘরের মধ্যে বাবা-মায়ের অশান্তি বোঝার মত ক্ষমতা তার হয়েছে। তাই, অশান্তির আবহ থেকে সামাইরাকে বের করে আনতেই শচিনের সঙ্গে তিনি একযোগে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন জুহি পারমার।

সেই সঙ্গে শচিনের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে যাতে গুজব না ছড়ায়, সে বিষয়েও সচেষ্ট জুহি। শুটিং শেষ করার পর শিগগির যাতে মেয়ের কাছে পৌঁছনো যায়, তার জন্য মুম্বইয়ের উমেরগাঁওতে নতুন বাড়িও কিনেছেন বলে জানিয়েছেন জুহি পারমার।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি