মেয়েদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য: কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
প্রকাশিত : ২০:৫৮, ১০ মার্চ ২০২৫

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও আপত্তিকর মন্তব্য করে ভিডিও তৈরির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক ফেসবুক পেজে দেয়া ভিডিওতে দেখা যায়, খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের হওয়ার জন্য অশালীন মন্তব্য করছেন। এই ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। ভিডিওতে দুজন অন্য ধর্মের কিশোরীকেও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এসব ঘটনায় বিকাল আনুমানিক ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সে অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে সাভার থানা পুলিশ।
এমবি//
আরও পড়ুন