মেয়ের ফোন নাম্বার চাইল যুবক, যা বললেন মীর
প্রকাশিত : ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০
নিজের মেয়েকে নিয়ে কলকাতার একটি রেস্তোরাঁয় কফি পান করছিলেন মীরাক্কেল খ্যাত জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। গত ১৩ জানুয়ারি তোলা এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন তিনি।
তার ভক্তরা মেয়ের জন্য শুভ কামনা জানান। তবে সায়ক গাঙ্গুলী নামে এক যুবক মীরের কাছে তার মেয়ের ফোন নাম্বার চেয়ে বসেন। ছবির নিচে কমেন্টের ঘরে ওই যুবক লিখেন, ‘স্যার আপনার মেয়ের নম্বরটা দেবেন? একটু কথা বলব।’ তবে এতে বাবা মীর মেজাজ হারাননি। উত্তরে তিনি যা লিখেছেন তা এখন বেশ আলোচনারই জন্ম দিয়েছে।
তিনি লিখিছেন, ‘তার (নাম্বার নেওয়ার) আগে দয়া করে নিম্মোক্ত বিষয়গুলো প্রদান করুন - জন্মসনদ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এ-ফোর সাইজ কাগজে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, এ-থ্রি কাগজে ডান হাতের বুড়ো আঙুলের ছাপ, সম্প্রতি জমা দেয়া বিদ্যুৎ বিলের সত্যায়িত কপি, শেষ ৩ বছরের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পার্সপোর্টের ফটো কপি, শেষ ৩ বছরের আইডি রিটার্ন। ব্যস, এই কয়টা ডকুমেন্ট পেলেই মেয়ের নম্বর দিয়ে দেব।’
যদিও পরে এক গণমাধ্যমে মীর বলেন, ‘মেয়ে বড় হয়েছে। এরপর থেকে ছবি আপলোড করার সময় বিষয়টা মাথায় রাখতে হবে। আমি একজন বাবা। সব সময় সর্তক থাকতে হবে।’
এমএস/এসি