ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের সাধ মেটাতে নাতনির জন্ম দিলেন নানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৯ জুন ২০২২

জামাই, সদ্যজাত ও মেয়ের সঙ্গে পঞ্চাশোর্ধ চ্যালিস স্মিথ

জামাই, সদ্যজাত ও মেয়ের সঙ্গে পঞ্চাশোর্ধ চ্যালিস স্মিথ

Ekushey Television Ltd.

বিয়ের পর থেকেই একটা সন্তান চাইছিলেন কেটলিন মুনোজ। কিন্তু এন্ডোমেট্রিয়োসিসের সমস্যায় কিছুতেই মা হতে পারছিলেন না ২৫ বছর বয়সী এই নারী। শেষমেশ মেয়ে মুনোজের একটি সন্তানের সাধ পূরণ করতে এগিয়ে এলেন বয়স্ক মা চ্যালিস স্মিথ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

পঞ্চাশে পা দেয়া চ্যালিসের অবশ্য নিজের সন্তানই আট জন। বয়সের কারণে হাঁটু ও নার্ভের সমস্যাও রয়েছে তার। সব মিলিয়ে বিষয়টা সহজ ছিল না চ্যালিসের জন্য। 

তবুও মেয়ের মুখে হাসি ফোটাতে সারোগেট মা হতে এগিয়ে আসেন তিনি। সেই মতো আইভিএফ পদ্ধতিতে কেটলিনের সন্তান নিজের দেহে ধারণ করেন তিনি।

গত মে মাসেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চ্যালিস। সন্তান প্রসবের সময় হাসপাতালে হাজির ছিলেন মেয়ে, জামাই ও নিজের স্বামী।

পঞ্চাশোর্ধ চ্যালিসের দাবি, প্রথমে কিছুটা চিন্তায় থাকলেও সন্তান প্রসব খুবই সহজ ছিল তার কাছে।

এদিকে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই একসঙ্গে ছবি তুলেছেন সবাই মিলে। চ্যালিস জানিয়েছেন, এই সন্তানটি একজন মা হিসেবে মেয়ের প্রতি উপহার। সূত্র- ইয়াহু নিউজ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি