ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মোটরসাইকেল দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের আরিফুল ইসলাম (মুবিন) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

নিহত মুবিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোর সদর উপজেলায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জানা যায়, মঙ্গলবার গোপালগঞ্জ (বিশ্ববিদ্যালয়) থেকে বাড়ি (যশোর) ফেরার পথে রাত সাড়ে ৭ দিকে নড়াইলের লোহাগাড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হন মুবিন। পরে তাকে যশোরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুবিনের চাচা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে মুবিনের অকাল মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী সাব্বির কান্না জড়িত কন্ঠে জানান, ‘একটু আগেও বন্ধুর সাথে কথা হয়েছে। এতো দ্রুত সে আমাদের কাছ থেকে চলে যাবে এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।’

তার আরেক বন্ধু হাসিব আল ফাহাদ ফেসবুক পোস্টে লিখেন, ‘এখনো বিশ্বাস হচ্ছেনা তুই নেই। দূর থেকে একটা হাসি দিয়ে বন্ধু বলে আর ডাক দিবিনা তুই। এভাবে সড়ক দুর্ঘটনায় পৃথিবীর নিকৃষ্ট মানুষেরও যেন মৃত্যু না হয় আল্লাহ।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি