ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মোটা বলে ছেড়ে যান প্রেমিকা, ১৩৯ কেজি থেকে ৭০ হলেন ব্যর্থ প্রেমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৮ নভেম্বর ২০২২

ব্যর্থ প্রেমিকের কথায়, ‘‘সব প্রত্যাখ্যানের ভাল দিক আছে। সেটা হল নতুন করে নিজেকে আবিষ্কার করা। নতুন করে শুরু করে। নিজের খামতিগুলোতে নজর দেওয়া।’’
আগে যা ছিলেন এবং এখন যা হয়েছেন।

প্রেমে পড়লে কত কিছুই না করে মানুষ। প্রেমে ব্যর্থ হলেও তাই। কেউ হন দেবদাস, কেউ আবার শুরু করেন নতুন করে। টিকটক স্টার পুভি বেছে নিয়েছিলেন দ্বিতীয় বিকল্প। প্রেমে ব্যর্থ হয়ে রোজ জিমে গিয়ে ঘাম ঝরিয়ে ৬৯ কেজি ওজন কমালেন তিনি। কারণ, প্রেমিকা ছেড়ে গিয়েছিলেন ‘খুব মোটা’ বলে। তখন ওজন ছিল ১৩৯ কেজি। এখন পুভি ৭০ কেজি।

পুভির কথায়, ‘‘সব প্রত্যাখ্যানের ভাল দিক আছে। সেটা হল নতুন করে নিজেকে আবিষ্কার করা। নতুন করে শুরু করে। নিজের খামতিগুলোতে নজর দেওয়া।’’ তার প্রেমে ব্যর্থ হওয়াও তেমনটাই ছিল বলে মনে করেন তিনি। শুধুমাত্র ওজন বেশি বলে বান্ধবী ছেড়ে যাবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল তার। কিন্তু বাস্তবকে মেনে নেন। তার পর শুরু নিজেকে নতুন করে চেনা। সংবাদমাধ্যমকে পুভি জানান, খাওয়া-দাওয়া থেকে দৈনিক যাপনে কোনও রুটিন ছিল না। সেদিক থেকে দেখতে গেলে প্রেমিকা তাকে ছেড়ে গিয়ে চোখ খুলে দিয়েছেন। তাই ব্যায়াম করা শুরু করেন তিনি। আর শারীরিক ভাবে সুস্থ থাকাই তো ভাল।

কয়েক মাসের মধ্যে পেশিবহুল শরীর তৈরি করে ফেলা এই পুভি এখন নেটদুনিয়ায় ভাইরাল। তার ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। হাসতে হাসতে পুভি বলছেন, ‘‘বান্ধবী ছেড়ে যাওয়ার সময় আমার টি-শার্টের সাইজ় ছিল ডবল এক্সএল। এখন এস সাইজ়ের জামায় দিব্যি এঁটে যাই।’’

সূত্র: আনন্দবাজার 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি