ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

মোদির নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ৯ জুন ২০২৪

নরেন্দ্র মোদি আজ রবিবার রেকর্ড তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদির ক্যাবিনেটের মন্ত্রীরাও।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো নতুন মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয়ের তালিকা ঘোষণা করেননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি ছাড়াও শপথ নিয়েছেন ৭২ জন মন্ত্রী। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ৩০ জন, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত পাঁচজন এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।

যে ৩০ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারা হলেন- রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খট্টর, এইচডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্জি, রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, সর্বানন্দ সোনোয়াল, ডা. বীরেন্দ্র কুমার, কিঞ্জরাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ জোশী, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দর যাদব ও গজেন্দ্র সিং শেখাওয়াত।

সূত্র : এনডিটিভি, আজকাল

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি