ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মোদির বিরুদ্ধে বিদেশে তথ্য পাচারের অভিযোগ রাহুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ২৬ মার্চ ২০১৮

সরকারি ‘নমো অ্যাপ’ এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে `কোটি কোটি ভারতীয় নাগরিকের ডেটাবেস` দিয়ে মোদি ব্যক্তিগত ডেটাবেস তৈরি করছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

বিজেপির পক্ষ থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সিঙ্গাপুরভিত্তিক একটি সংস্থাকে তথ্য পাচারের অভিযোগ তোলার পরই সোমবার মোদির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন রাহুল।

মোদির ওপর ক্ষোভ প্রকাশ করে টুইটারে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি ভারতের সাথে যোগাযোগ করার জন্য প্রযুক্তি ব্যবহার করতে চান তবে কোন সমস্যা নেই। সেক্ষেত্রে সরকারি প্রাইম মিনিস্টার অফিস (পিএমও) অ্যাপস ব্যবহার করুন। কিন্তু নমো অ্যাপসে ব্যবহৃত তথ্য ভারতের নাগরিকের, এটা মোদির নয়’।

রাহুল আরও জানান, ‘মোদি’র নমো অ্যাপ গোপনীয়ভাবে অডিও, ভিডিও এবং আপনার বন্ধু ও পরিবারের কনটাক্ট নম্বর এমনকি জিপিএস-এর মাধ্যমে আপনাদের অবস্থানও রেকর্ড করে রাখবে। তিনি (মোদি) হলেন বিগ বস, যে ভারতীয়দের ওপর চর বৃত্তি করতে ভালবাসেন’।

নিজের ট্যুইটে হ্যাসট্যাগ ‘ডিলিট নমো অ্যাপ’ লিখে রাহুল জানান, ‘তিনি (মোদি) এখন শিশুদের তথ্যও চাইছেন। প্রায় ১৩ লাখ ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) সদস্যদের এই অ্যপটি ডাউনলোড করতে বাধ্য করা হয়েছে।

এদিকে, রাহুলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান, ‘বিজেপি নয়, বরং কংগ্রেসই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সিঙ্গাপুরে পাচার করছে’।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি