ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শিল্পপতি নীরব মোদীর বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিনি এ বিষয়ে নীরব মোদীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। 

প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানান, নীরব মোদির গয়না বিক্রির প্রতিষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনচিত্রেও প্রিয়াঙ্কা অভিনয় করেছে। কিন্তু চুক্তি শেষ হলেও তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি।

তিনি আরোও জানান, কর্তৃপক্ষের অসহযোগিতার কারণেই এত দিন পর আইনের আশ্রয় নিতে হলো। পুরো বিষয়টি এখন আইনজীবীর হাতে চলে গেছে। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।   

প্রিয়ঙ্কার ম্যানেজমেন্ট টিমের তরফে থেকেও একই অভিযোগ করা হয়েছে। সূত্র: আনন্দবাজার


এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি