ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোস্তাফিজ ঝড়ে ১৭৩ রানে থামলো বেঙ্গালুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২২ মার্চ ২০২৪

দীর্ঘদিন ফর্মের বাইরে থাকলেও আইপিএলে নতুন ঠিকানায় গিয়ে দারুণ খেললেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে দুই ওভারে জোড়া আঘাত করেছেন তিনি। চার ওভারে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে শুভ সূচনা হলো তার। ১৭৩ রানে আটকে দিয়েছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। 

মাতিশা পাতিরানার চোটের কারণে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসার। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিতে শুরু করেছেন উইকেট। 

মোস্তাফিজ তার প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার প্রথম শিকার বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুর্দান্ত এক কাটারে ডু প্লেসিকে তিনি ক্যাচ বানিয়েছেন রাচিন রবীন্দ্রর। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। ভালো লেংথের বলে রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি।  

mostafij-14

অথচ মোস্তাফিজকে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় যখন বোলিংয়ে আনেন, বেঙ্গালুরু রীতিমতো উড়ছিল। ৪ ওভারে বেঙ্গালুরুর রান তখন বিনা উইকেটে ৩৭। অধিনায়কের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দারুণভাবে। দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পর মোস্তাফিজকে বোলিং থেকে সরিয়ে নিয়েছিলেন রুতুরাজ। পরে ইনিংসের ১২তম ওভারে তাকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি।  

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি