ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২০ এপ্রিল ২০২০

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি পুরোটাই লকডাউন করা হয়েছে। এক ভবনে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাপান গার্ডেন সিটির আক্রান্তদের মধ্যে এক জন ঐ ফ্ল্যাটের ৪৫ বছর বয়সি গৃহকর্ত্রী, অন্য দুই জন তার গৃহকর্মী ও ড্রাইভার।

রবিবার জাপান গার্ডেন সিটির একটি ১৬ তলা ভবনে করোনা রোগী শনাক্ত হয়। পুলিশের সহযোগিতায় জাপান গার্ডেন সিটির নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারাই লকডাউন নিয়ন্ত্রণ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এদিকে মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোডের পর নূরজাহান রোডও লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন হওয়া ভবনের পাশের ভবনের এক বাসিন্দা জানান, দুপুরে একই পরিবারের তিন জন শনাক্ত হওয়ার পর আইইডিসিআর থেকে অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে যায়। এরপর থেকে জাপান গার্ডেন সিটির মোট ২৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এখানে আনুমানিক ৮-৯ হাজার মানুষ বসবাস করে।

স্থানীয়রা আরো জানান, জাপান গার্ডেন সিটি লকডাউনের পর থেকে এই এলাকার জনগণের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে। লকডাউন করার পর থেকে ঐ সিটির সামনের সড়কে জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি